
বার্তা ডেস্কঃ
২২ শে ফেব্রুয়ারী ২০২৫ ইংরেজি শনিবার সকাল ৯ টার দিকে খুলনার তেরখাদা উপজেলার জুনারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম~২০২৫ উপলক্ষে তেরখাদা উপজেলায় ভোটার নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তেরখাদা উপজেলা নির্বাচন অফিসার মোঃ তায়াজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার আঞ্চলিক নির্বাচন অফিসার ( খুলনা অঞ্চল ) মোঃ হুমায়ুন কবির , খুলনা জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ , উপজেলা নিবাহী অফিসার ( অঃ দাঃ) আঁখি শেখ ও তেরখাদা থানার ওসি ( তদন্ত ) মোঃ জেল্লাল হোসেন। উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন অফিসার মুমতাহেনা , প্রধান শিক্ষক মোক্তেদা আক্তার লুচি , বিশিষ্ট সমাজসেবক কে এম আলী মাসুম। অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ ভোটার নিবন্ধন কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ দিনে প্রায় ৪ শতাধিক ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়।