
সুনিল সরকার : রবিবার ৮ ডিসেম্বর সকাল ১০ টায় বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এর অধীনে ইউ এস এ আই ডি এর অর্থায়নে আন্তর্জাতিক স্যার উন্নয়ন কেন্দ্র আই এফ ডি সি এর আয়োজনে বরগুনা আমতলী উপজেলার ঘটখালী গ্রামে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্রিধান ২৩ ও স্বর্ণ মুশুরি জাতের ধান কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এ এস এ জোবায়দুল আলম,খামার বাড়ি বরগুনা। ফিট দ্যা ফিউচার ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি সিএসএ ডিস্ট্রিক্ট ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ আব্দুর রব এর সঞ্চালনায় ও হোসেন আলী পেদার সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ- কৃষি অফিস মোহাম্মদ ইছা, উপসহকারী কৃষি অফিসার বাবুল হোসেন। এছাড়া বক্তব্য রাখেন উপকারভুগী কৃষক ও কৃষানী।এ সময় অর্ধশত কৃষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। #