1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৪৯|

চলতি বছর সৌদি আরবে হজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ৩৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৭ জন পুরুষ ও ৯ জন নারী। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে মৃত্যু-সংক্রান্ত হালনাগাদ সংবাদে শুক্রবার (২০ জুন) এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসাপ্রাপ্ত মোট হজযাত্রীর সংখ্যা ২৭০ জন। সৌদি সরকারি হাসপাতালে ভর্তিকৃত হজযাত্রীর সংখ্যা ২৫ জন। ৩৬ জনের মধ্যে সৌদি আরবের মক্কায় ২৩, মদিনায় ১১, জেদ্দায় একজন ও আরাফাতে একজন মারা গেছেন।

এ বছর ৫ জুন হজ অনুষ্ঠিত হয়েছে। মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হজ পালন করেছেন। তাদের মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি সংস্থার মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন হজে যান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com