1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:৪২|

ডেভিল হান্টের অপারেশনে বরিশালে গ্রেপ্তার ১৬ জন।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

অপারেশন ডেভিল হান্টে’ বরিশাল জেলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনভর বরিশাল নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন এবং বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। গ্রেপ্তার সকলে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, জানিয়েছেন ওসি। পুলিশ সুপার আরও বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। মঙ্গলবার বরিশাল জেলা থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বরিশাল নগরী থেকে ৫জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন ওসি মিজানুর। এছাড়া বিকেলে নগরীর রসুলপুর কলোনীতে অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এসময় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী উজ্জ্বলকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com