1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:১২|

দুই দিনের রিমান্ডে আইভী

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক//

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সজল হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় ফতুল্লার অপর এক মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ জুন) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদের চৌধুরীর আদালত এই আদেশ দেন।

নারায়ণগঞ্জের কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জের সজল হত্যা মামলায় আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এসময় কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি কোর্টে উপস্থিত ছিলেন আইভী।

তিনি আরও বলেন, ফতুল্লার অপর এক মামলায় আইনজীবীরা আইভীর জামিন আবেদন করেছিল। আদালত জামিন নামঞ্জুর করেছেন।

এর আগে ৯ মে ভোরে শহরের দেওভোগের বাড়ি থেকে পুলিশ আইভীকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। পরে তাকে গত বছরের ২০ জুলাই পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আইভীর বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com