1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:৩৬|

দেবীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি ক্যাম্প চিকিৎসা সেবা ,,

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

দেবীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি ক্যাম্প চিকিৎসা সেবা ,,

মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় থেকে।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সেবা পক্ষ পালন ২০২৫ উপলক্ষে একদিনের ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।ক্যাম্পটি স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেছে।
আজ শনিবার ৪জানুয়ারী২০২৫ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই ক্যাম্পে ৪০০ জনেরও বেশি মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা ও ব্লাড গ্রুপিং করা হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ আবুল বাশার বসুনিয়া বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও এমন সেবা কার্যক্রম চলমান থাকবে।
সভাপতি মোঃ আবুল বাশার বসুনিয়া
দেবীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের একদিনের ফ্রি চিকিৎসা সেবা পরিদর্শন করেন ডা: সুমন ধর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা । তিনি বলেন এমন উদ্যোগ চলমান থাকলে চিকিৎসা সেবা জনগণের মাঝে পৌছানো সম্ভব।
ডা: সুমন ধর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা

স্থানীয় বাসিন্দা, সুশীল সমাজ, সচেতন মহল ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এমন আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং এমন উদ্যোগ আরও বারবার নেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com