
নিজস্ব প্রতিবেদক//
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে নলছিটি প্রেসক্লাবে আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে মো. শাহাদত ফকির বলেন, “গত কয়েক দিন ধরে আমরা নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানান অনিয়ম, চিকিৎসক সংকট ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবিতে আন্দোলন করছি। প্রশাসনের কাছ থেকে মৌখিক আশ্বাস পাওয়া গেলেও যতক্ষণ পর্যন্ত লিখিত প্রতিশশ্রুতি না আসছে, আমরা আন্দোলন চালিয়ে যাব।”
সংবাদ সম্মেলন শেষে আন্দোলনকারীরা নলছিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।
প্রায় দুই লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দায়িত্বে থাকা ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি বর্তমানে নানামুখী সংকটে জর্জরিত। চিকিৎসক সংকট, জনবল ঘাটতি ও অনিয়মের কারণে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের চিকিৎসা সেবা। এই পরিস্থিতিতে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের অংশ হিসেবে নলছিটির ছাত্র ও সাধারণ জনগণ হাসপাতালের সেবার মানোন্নয়নের জন্য ১০ দফা দাবি তুলে ধরেছে এবং লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।