
সুনিল সরকার, পটুয়াখালী//
পটুয়াখালী বাস-টার্মিনালে যাত্রীদের দুর্ভোগ লাঘব ও সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পটুয়াখালী জেলা শাখা। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় জেলা শহরের বাস-টার্মিনাল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “যাত্রীদের ভোগান্তি যেন শেষ নেই। টার্মিনাল এলাকায় পানি জমে থাকে, রাস্তার ভাঙাচোরা অংশ দিয়ে যানবাহন চলাচল করতে পারে না। প্রতিদিন যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অথচ বছরের পর বছর ধরে এই সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।”
তারা আরও বলেন, “সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও টার্মিনাল ও সড়ক সংস্কারের কাজ হয় না। যাত্রীদের কষ্ট লাঘবের জন্য অবিলম্বে এই সড়ক মেরামত, টার্মিনাল সংস্কার এবং যাত্রীসেবার মান উন্নত করতে হবে।”
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। এছাড়া উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার কামাল।
এ সময় এবি পার্টির জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।