1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৪৬|

পবিত্র রমজানে  মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করল ইসলামী ছাত্রশিবির

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

পবিত্র রমজানে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ রবিবার ছাত্রসংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে কর্মসূচির কথা জানানো হয়। ছাত্রশিবিরের কর্মসূচির মধ্যে রয়েছে, শাখাভিত্তিক স্বাগত শোভাযাত্রা, সংগঠনের সব স্তরে শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল, মাসব্যাপী ফ্রি অর্থসহ কোরআন উপহার প্রদান, প্রত্যেক জনশক্তি নিজে তেলাওয়াত সহীহ করবেন এবং নতুন করে অন্তত একজন শিক্ষার্থীকে কোরআন শেখানো। পাশাপাশি মসজিদভিত্তিক মক্তব ও কোরআন তালিম কোর্স আয়োজন করবে ছাত্রশিবির। অসচ্ছল, হতদরিদ্র পরিবার, এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ, শিক্ষার্থী, হোটেল মালিক ও ব্যবসায়ীদের প্রতি কেন্দ্রীয় সভাপতির আহ্বান পৌঁছানো, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মাহে রমাদানের ক্যালেন্ডার ও রমাদান ম্যানুয়াল পৌঁছানোর কাজ করবে ছাত্রশিবির। একই সঙ্গে মাসব্যাপী ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনাসভা, সেমিনার ও কালচারাল ইভেন্ট আয়োজন করতে বলা হয়েছে সংগঠনের নেতাকর্মীদের। রমজানের পুরো মাসে বিভিন্ন শাখা তাদের সুভিধামতো সময়ে এই কর্মসূচি পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com