1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:৩৯|

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের মাঝে সহায়তা প্রদান

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহিদ ও আহত পরিবারের কর্মসংস্থানের জন্য জেলা প্রশাসনের আয়োজনে সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের  কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সহায়তা প্রদান করা হয়। এসময় পিরোজপুর জেলার ৫ শহীদ পরিবারের মাঝে কর্মসংস্থানের জন্য মালামালসহ ৫টি দোকান ঘর বিতরণ করা হয়। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার শহীদ পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করেন।  এ সময় বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন, পিরোজপরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নোতি প্রাপ্ত) শেখ মোস্তাফিজুর রহমানসহ বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১টায় বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিশোর কিশোরীদের নিয়ে আয়োজিত পুষ্টি অলিম্পিয়াডের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com