1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:৫০|

ভয়ঙ্কর তিন ডাকাত গ্রেপ্তার, র‌্যাবের অভিযানে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

বরিশালের বানারীপাড়ায় ব্যবসায়ীর বাসার দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তিন ভযঙ্কর ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব- ১০ ক্যাম্পের সহযোগিতায় তাদের রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার অপরাহ্নে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এলিট ফোর্স।

বরিশাল র‌্যাব জানিয়েছে, গত ২২ এপ্রিল গভীর রাতে বানারীপাড়া থানাধীন দক্ষিণ বাইশারী গ্রামের ব্যবসায়ী মো. মিজানুর রহমান বাবুলের (২৫) বসতঘরে ডাকাত দল হানা দেয়। এবং বাসার সকলকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে নগদ ২ লাখ টাকাসহ ১৪ ভরির বেশি স্বর্ণালঙ্কার, দুটি স্মার্ট মোবাইল নিয়ে যায়। এই ঘটনায় ২২ লক্ষ টাকা লুট দেখিয়ে বানারীপাড়া থানায় একটি মামলা করেন বাবুল। মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে সহযোগিতা চেয়ে র‌্যাবের কাছে আবেদন করে থানা পুলিশ। পরবর্তীতে র‌্যাব অভিযুক্তদের ধরতে ছায়া তদন্ত শুরু করে এবং একপর্যায়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডাকাতদের অবস্থান নিশ্চিত হয়।

সোমবার র‌্যাব- ১০ ক্যাম্পের সহযোগিতায় বরিশাল র‌্যাবের একটি টিম রাজধানীর কেরানীগঞ্জে হানা দিয়ে প্রথমে ডাকাত দলের সর্দর সোহাগ বেপারীকে (৩৫) গ্রেপ্তার করে। পরক্ষণে তার দেওয়া তথ্য অনুযায়ী কদমতলী থানাধীন বিক্রমপুর এলাকা থেকে মো. মীর লিটন (৫০), দক্ষিণ কেরানীগঞ্জ পারগেন্ডারিয়া এলাকা থেকে নাসিরকে (৪০) গ্রেপ্তারে সফলতা পায় র‌্যাব। গ্রেপ্তার তিন ভয়ানক ডাকাতকে মঙ্গলবার বানারীপাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামীদের প্রত্যক্ষ অংশগ্রহণে ইতিপূর্বে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা সংগঠিত হয়। এবং তাদের মধ্যে সোহাগ ব্যাপারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, দস্যুতা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com