1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:০৩|

মাদারীপুরে সদর উপজেলা কৃষকদলের আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

মাদারীপুরে সদর উপজেলা কৃষকদলের আনন্দ র‌্যালি
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে নবগঠিত সদর উপজেলা কৃষকদলের আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যানার ফ্যাস্টুন হাতে নেয় অংশ নেয় কৃষক দলের সহস্রাধিক নেতাকর্মী। আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আবুল কামাল আজাদ ও সদস্য সচিব এসএম স¤্রাট রোমান।
এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে কৃষকদের কল্যাণে পাশে থেকে কাজ করবে নবগঠিত সদর উপজেলা কৃষক দল। কৃষকদের স্বার্থরক্ষার্থে পূর্বের মত আরও শক্ত অবস্থানে থাকার কথাও জানান তাঁরা।
এর আগে গত ২০ নভেম্বর মাদারীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক মো. অলিউর রহমান দর্জি ও সদস্য সচিব মো. অহিদুজ্জামান অহিদ সদর উপজেলা কৃষক দলের ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। সেখানে মো. আবুল কামাল আজাদকে সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও এসএম স¤্রাট রোমানকে সদস্য সচিব করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com