1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১০:৩৪|

শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অসংক্রামক রোগ নিয়ে জাপানী প্রতিনিধিদের মতবিনিময়

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গত ১৩ ই ফেব্রুয়ারি ~২০২৫ ইংরেজি বৃহস্পতিবার  বিকেল ৩ টার  দিকে খুলনা জেলার  তেরখাদা উপজেলার শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে অসংক্রামক রোগ নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন জাপানী প্রতিনিধি দল।  তেরখাদা উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়  অতিথি হিসেবে  বক্তৃতা করেন প্রফেসর  হিরোশি ইয়োকোটা , রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর , এএএন জাপান , নাওটো সুনিয়োশি , রিপ্রেজেন্টেটিভ অব এএএন জাপান , কায়ো নিশিমুরা , একাউন্টস ম্যানেজার এএএন জাপান।  এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এর প্রজেক্ট ডিরেক্টর  তরুণ কান্তি হোর এর সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি মাধ্যমিক বালিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি    এস এম মফিজুল ইসলাম জুম্মান , সিনিয়র  সহকারী শিক্ষক মোঃ আব্দুল হাদি , সুলতানা পারভীন , নিউটন মজুমদার , মাওলানা ফয়জুল্লাহ , মোঃ আশরাফুল আলম , মোঃ বাকী বিল্লাহ , নুপুর সাহা , ঈশরাত জাহান , অংশুপতি রায় ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com