1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:০৮|

স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে, বিক্ষোভ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

দুর্নীতি, অনিয়ম ও দায়িত্বে গাফিলতির অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা হাসপাতাল রোডে ‘সর্বস্তরের জনতার’ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন শেষে, আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় প্রায় দেড় ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।

মানববন্ধন ও অবরোধে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, ছাত্রনেতা সাব্বির হোসেন, মোর্শেদ হাসান ও সানাউল হোসেনসহ অনেকেই।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ডা. মনিরুজ্জামান কমিশন আদায়ের উদ্দেশ্যে টেস্ট বাণিজ্যে লিপ্ত ছিলেন এবং দালালচক্র দিয়ে মানুষকে হয়রানি করতেন। তার বিরুদ্ধে অভিযোগ করা হলেও স্বাস্থ্য অধিদফতর ব্যবস্থা নেয়নি, ফলে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন।
বিক্ষোভ চলাকালীন সময়ে অভিযুক্ত চিকিৎসক কৌশলে হাসপাতাল ত্যাগ করেন। পরে বিক্ষোভকারীরা তার কুশপুত্তলিকা দাহ করেন।

অবরোধ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন ও পুলিশের সদস্যরা। তবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কর্মকর্তার প্রত্যাহারের আশ্বাস পাওয়ার পর বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

এ দিকে, অভিযোগের বিষয়ে ডা. মনিরুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com