
সংবাদ প্রতিদিন//
রাজধানীর আজিমপুর কবরস্থানের বিপরীতে পাশের এলাকায় আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের বাড়িতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গুলশান আরা মাসুদা নামে সেলিমের মালিকানাধীন ভবনে এ অভিযান শুরু হয়।
জানা যায়, বাড়িটির একটি গোপন কক্ষে বেশকিছু বিলাসবহুল গাড়ি পাওয়া গেছে। এরমধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়িও রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় যৌথ বাহিনীর অভিযানের খবর পেয়েছি। অভিযান চলছে বিস্তারিত পরে জানানো হবে।