1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| দুপুর ২:৫৬|

আফ্রিকার ওয়ানডে দলে ফিরলেন ডি কক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক অবসর ভেঙে আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরছেন। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজের জন্য তাকে দলে ডেকেছে প্রোটিয়ারা।

৩২ বছর বয়সী ডি কক ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরই একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এরপর থেকে কোনো ফরম্যাটেই জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। টেস্ট ক্যারিয়ার শেষ করেছিলেন আরও আগে, ২০২১ সালে। যদিও টি–টোয়েন্টি থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি, তবুও গত বছর তাকে কেন্দ্রীয় চুক্তি দেওয়া হয়নি।

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। আর ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষ্য সামনে রেখেই ডি ককের প্রত্যাবর্তনকে বড় প্রাপ্তি হিসেবে দেখছে প্রোটিয়ারা। বিশেষত এমন সময়ে, যখন তারকা ব্যাটার হেনরিখ ক্লাসেন জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

এই বছর ডি ককের খেলা সীমাবদ্ধ ছিল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। বছরের শুরুতে এসএটোয়েন্টি, এরপর আইপিএল, মেজর লিগ ক্রিকেট (যুক্তরাষ্ট্র) এবং সিপিএল (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ)–এ ব্যাট হাতে ঝড় তুলেছেন তিনি। তবে এবার জাতীয় দলের জার্সিতে ফেরায় তার কাছ থেকে অনেক প্রত্যাশা থাকবে।

২০১৩ সালে ওয়ানডে অভিষেকের পর থেকে ডি কক করেছেন ২১টি সেঞ্চুরি—এই সময়ে তার চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন কেবল বিরাট কোহলি ও রোহিত শর্মা। গত টি–টোয়েন্টি বিশ্বকাপে তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান সংগ্রাহকও।

১২ অক্টোবর থেকে পাকিস্তান সফরে নামবে দক্ষিণ আফ্রিকা। সিরিজে থাকবে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি–টোয়েন্টি। তবে চোটের কারণে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা টেস্টে থাকছেন না। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন এইডেন মারক্রাম।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com