
উপ পরিচালকের সাথে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দর গুরুত্বপূর্ণ বৈঠক
নিজস্ব প্রতিনিধি //
উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের সাথে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের খুলনা জেলার নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক নেতৃবৃন্দ বিগত দিনে যে সকল শিক্ষক নির্যাতিত , চাকরি চ্যুতো এবং অবঞ্চিত হয়েছেন তাদের একটি সংক্ষিপ্ত পর্যালোচনা তুলে ধরেন।
এ বিষয়ে নেতৃবৃন্দের সাথে উপ পরিচালক মোঃ কামরুজ্জামান শতভাগ একমত পোষণ করেন।
শিক্ষক কর্মচারী ঐক্য জোটের খুলনা জেলার সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মনিরুল হক বাবুলের নতৃত্বে এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোট খুলনা জেলার সাধারণ সম্পাদক মাওলানা বায়েজিদ হোসাইন , বাকশিশ খুলনা জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সচিব অধ্যাপক মুন্সী শফিকুল আলম , বাশিস খুলনা জেলার সভাপতি প্রধান শিক্ষক মো: দাউদঅর রশীদ শাওন , প্রধান শিক্ষক মো:রবিউল ইসলাম , প্রধান শিক্ষক আ: রহিম মো:মঈন , মাস্টার শহিদুল ইসলাম , মাস্টার নাসির উদ্দিন , মাস্টার দেলোয়ার হোসেন ভূইয়া , মাসটার মাসুম বিল্লহ মাসটার মো:সুমন , মো: মারুফ প্রমূখ।