1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:০৪|

এবার পুকুরে মিললো ইলিশ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

এবার পুকুরে মিললো ইলিশ

কেএম খাইরুল ইসলাম সংগ্রাম কুয়াকাটা থেকে।।

পটুয়াখালীর কলাপাড়ায় এবার পুকুরে মিলল ইলিশ।উপকূলীয় এলাকায় ইলিশের দেখা খুবই স্বাভাবিক বিষয়। কোটি কোটি টাকার ইনকাম হয় এখানে ইলিশ থেকে । কিন্তু সেই ইলিশ যদি বন্ধ পুকুরে দেখা মেলে তাহলে বিষয়টি অদ্ভুত। এই অঞ্চলে সচরাচর ইলিশের দেখা সাগরে ঘের অথবা স্রোত বিহীন পুকুর ঘেরে ইলিশ বাঁচতে পারে এমন ধারণাই ছিলো না এলাকাবাসীর ।

মঙ্গলবার(১০ ডিসেম্বর) উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামের সাইদুল হক খানের পুকুরে এ ঝাটকা ইলিশের দেখা মিলে। ইলিশটি দেখতে সকাল থেকেই ভীর করছেন এলাকার উৎসুক জনতা।

জানা যায়, ৭২ শতাংশ জমিতে বানিজ্যিক ভাবে তেলাপিয়া রুই কাতল সহ একাধিক মাছ করেন এই চাষি, হঠাৎ ইলিশ মাছ পেয়ে অবাক এই মৎস্য চাষী তিনি ধারণা করছেন জোয়ার ভাঁটার পানিতে রেনু এসেই বড় হয়েছে। তিনি মাছ ধরার জন্য বের জাল দিয়ে টান দিলে দুটি মাছ উঠলে একটি রেখে দেন, তিনি ধারণা করছেন সাত আট পিচ মাছ আছে পুকুরে ২৫০ গ্রাম থেকে ৩০০ গ্রাম পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই মাছ গুলো ।

স্থানীয় বাসিন্দা সুমন জানান
আমিও গত বছর একটা পেয়েছি আমার পুকুরে এবছর দেখলাম এখানে বেশ কয়েকটি ইলিশ পেয়েছেন তিনি বিষয়টি খুবই অদ্ভুত লাগছে আমার কাছে। স্রোত বিহীন পানিতে কি করে ইলিশ বাঁচতে পারে এটা এখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে।

বিশেষজ্ঞদের ধারণা
জোয়ারের পানি পুকুরে প্রবেশ করলে তখন নোনা পানির সঙ্গে ইলিশও প্রবেশ করতে পারে। গবেষণায় দেখা গেছে স্বাদু পানিতে ইলিশ মাছ কম বাড়লেও একটা সময় পর্যন্ত বেঁচে থাকে। তবে বাণিজ্যিকভাবে এটি লাভজনক নয়। এ ছাড়া স্বাদু পানিতে ইলিশের স্বাদ ও গন্ধ ঠিক থাকে না।

উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন ডালবুগঞ্জ ইউনিয়নে একটি পুকুরে ২ টি ইলিশ মাছ পাওয়া গেছে। মূলত জোয়ারের পানি প্রবেশ করায় এই পুকুরে ইলিশ মাছ এসেছে।

 

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com