1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:১৮|

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, গ্রেপ্তার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

জেলার গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামের বাসিন্দা মাসুম মল্লিক খোকনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।শুক্রবার (৯ মে) দুপুরে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতার ভাইয়ের ছেলে মো. লাদেন মল্লিক অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়ার নির্দেশে কোন ধরনের মামলা না থাকার পরেও পুলিশ তাদের নিজ বাড়ি থেকে মাসুম মল্লিক খোকনকে গ্রেপ্তার করেছে।

এসময় থানা পুলিশ জানিয়েছেন, মামলা না থাকালেও দলীয় পদবী থাকার কারণে তাকে (খোকন মল্লিক) গ্রেপ্তার করা হয়েছে। লাদেন মল্লিক বলেন, কোনধরনের মামলা না থাকা সত্বেও শুধুমাত্র হয়রানীর উদ্দেশ্যে থানায় দায়ের করা পূর্বের একাধিক মামলায় আমার চাচা খোকন মল্লিককে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গত ৫ আগস্টের পর মাসুম মল্লিক খোকন ওরফে খোকন মল্লিক আত্মগোপনে ছিলো। বৃহস্পতিবার (৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে কালনা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও জানিয়েছেন, বিগত সরকারের সময়ে তার (খোকন মল্লিক) বিরুদ্ধে এলাকায় ব্যাপক সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। ওইসময় তার ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়নি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com