1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১০:৩১|

নগরীতে চাকরি পুনর্বহালের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

চাকরি পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশালের অপসোস্যালাইন (ওএসএল) ফার্মা লিমিটেডের শ্রমিক-কর্মচারিরা। সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে ওএসএল ফার্মা লিমিটেডের স্টেরিপ্যাক বিভাগের নারী ও পুরুষ শ্রমিকরা নগরীর বগুড়া রোডে সড়ক অবরোধ করে।

এর আগে গত বুধবার (২৮ অক্টোবর) প্রত্যেক শ্রমিককে ডাকযোগে তাদের চাকরি থেকে অব্যহতির নোটিশ দেয়া হয়। এরপর থেকে কোম্পানিটির শ্রমিকরা চাকরি পুনরায় ফেরত পাওয়ার দাবি জানিয়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে।

শ্রমিকরা জানায়, তারা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে মালিকপক্ষকে। কিন্তু মালিকপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। আল্টিমেটাম শেষে তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এ ব্যাপারে অপসোস্যালাই (ওএসএল) ফার্মা লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। অব্যাহতি পাওয়া শ্রমিক-কর্মচারিদের চূড়ান্ত পাওনা ২০ নভেম্বরের মধ্যে বুঝিয়ে দেয়া হবে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, যদি পুনরায় বিভাগটি চালু করা হয় তখন আবার যাদের অব্যহতি দেয়া হয়েছে তাদের প্রধান্য দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com