1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:১৬|

নলছিটি পৌরসভার সকল ওয়ার্ডের ভাঙাচোড়া সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

মো: খলিলুর রহমান মৃধা নলছিটি(ঝালকাঠিথেকে) নলছিটি পৌরসভার সকল ওয়ার্ডের ভাঙাচোড়া সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ নাগরিক সমাজ ।এতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ,  কৃষক, শ্রমিক, মজুর,ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ  অংশ গ্রহন করেন। রোববার ( ২৯ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় নলছিটি বাস স্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা তাদের দূর্ভোগের কথা তুলে ধরে বলেন নলছিটি পৌরকর্তৃপক্ষ উন্নয়ন কাজ না করে অর্থ লুটপাটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
এছাড়াও নলছিটি পৌরসভার গত দশ বছরের আয় ব্যায়ের কোনো হিসাবের কাগজপত্র,প্রাপ্ত বরাদ্দ এবং তা খরচের গৃহীত প্রকল্পের কোনো ফাইলপত্র পৌরসভায় না থাকায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন। আগামী তিন দিনের মধ্যে গোপন করা ফাইল পত্র পৌরসভায় ফেরত দিয়ে না আসলে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার হুশিয়ারি দেন বক্তারা।এছাড়াও আগামী সাত দিনের মধ্যে সংস্কার সম্পন্ন না করে উত্তোলন করে নেয়া অর্থে ফের সড়ক সংস্কার সম্পন্ন করার তাগিদ দিয়ে কাজ শুরু করতে দশ দিনের আল্টিমেটাম দেন।
এতে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সুজন- সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সভাপতি সভাপতি মো: খলিলুর রহমান মৃধা, উপজেলার সমাজসেবক এফ এইচ রিভান, সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য,ব্যবসায়ী মনির হোসেন,আকশ তালুকদার,ছাত্র জনতার পক্ষে খালিদ সাইফুল্লাহ,সেচ্ছাসেবী ইমরান হোসেন,ওয়ার্কশপ কর্মী নাসির হোসেন, সুর্যপাশা এলাকার গোলাম মোস্তফা,চেরাগ আলী,ভ্যান চালকদের পক্ষ থেকে সোহাগ হোসেন,ইজিবাইক চালকদের পক্ষে মো:খোকন,আল আমিন হোসেন,মোটরসাইকেল শ্রমিকদের পক্ষে মো:বাচ্চু সহ আরও অনেকে।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে নাগরিক সংগঠনের নেতা, কৃষক, শ্রমিক, মজুর,ছাত্র জনতা সহ সুশীল সমাজের প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com