1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| দুপুর ২:০৮|

পাকিস্তানি অভিনেত্রী বুকে ব্যথা নিয়ে হাসপাতালে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানি টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ ও মডেল সাবা কামার। গত রবিবার বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে বর্তমানে তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সুস্থ রয়েছেন অভিনেত্রী।

সংবাদমাধ্যম সামা টিভিরপ্রতিবেদন থেকে জানা যায়, হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেয়া হয় অভিনেত্রী সাবাকে। পরে হাসপাতালে ভর্তির পর সিনিয়র হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মুমতাজ শাহর নেতৃত্বাধীন চিকিৎসক দল তার পরীক্ষা-নিরীক্ষা করেন।

মেডিকেল পরীক্ষা পর্যালোচনা করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের পর অবস্থার উন্নতি হলে অভিনেত্রীকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে স্থিতিশীল রয়েছেন সাবা এবং সুস্থ হয়ে উঠছেন তিনি।

সাবা পাকিস্তানের একজন প্রখ্যাত অভিনেত্রী। তিনি বহুমুখী প্রতিভা ও দুর্দান্তা অভিনয়ের জন্য দর্শকমহলে ব্যাপক পরিচিত। ২০০৫ সালে ‘ম্যায় আওরাত হুন’ নাটকের মাধ্যমে টেলিভিশন ক্যারিয়ার শুরু হয় তার। এরপর ‘দাস্তান’, ‘মাত’, ‘পানি জাইসা পিয়ার’ ও ‘বাঘি’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অসাধারণ অভিনয়ের মাধ্যমে অল্প সময়ে তারকা খ্যাতি অর্জন করেন তিনি।

টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সাফল্যের পাশাপাশি বড়পর্দায়ও অভিনয়ের মাধ্যমে প্রভাব ফেলেছিলেন এ অভিনেত্রী। ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ (২০১৭) সিনেমায় অভিনয় করেন সাবা। এটি ছিল ব্যঙ্গাত্মক, যা কমার্শিয়াল ও সমালোচক উভয় ক্ষেত্রেই প্রশংসা লাভ করেছে। তার অভিনয় ভারত ও পাকিস্তান উভয় দেশেই সাড়া ফেলেছিল।

এছাড়া স্থানীয় সিনেমা ‘লাহোর সে আগে’ ও ‘কমলি’ সিনেমায় অভিনয় করেছেন সাবা কামার। এর মাধ্যমে নিজ প্রজন্মের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবেই খ্যাতি অর্জন করেন। অভিনয়ের বাইরে একজন মডেল ও উপস্থাপক হিসেবেও কাজ করেছেন সাবা কামার।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com