1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:০৮|

বরিশাল সদর ৫ আসনের সাবেক এমপি জেবুন্নেছা কারাগারে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যের দায়ের করা মামলায় বরিশাল–০৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার দুপুরে জেবুন্নেছা আফরোজকে বরিশাল অতিরিক্ত চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে এই আদেশ দেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, ‘জেবুন্নেছা আফরোজ বরিশাল সদর আসনের সাবেক এমপি ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মারজুক আব্দুল্লাহর করা একটি মামলায় তাঁকে পুলিশ আদালতে নিয়ে আসে।

অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান আসামিকে দৃশ্যমান গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’‘আসামি পক্ষ জামিনের আবেদন করলে আদালত মামলা বিবেচনা করে তার তা নামঞ্জুর করেন।’ যোগ করেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

এর আগে গত ১৬ মে জেবুন্নেছা আফরোজকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি। তাঁর স্বামী বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ, যার ২০১৪ সালের এপ্রিলে সংসদ সদস্য (এমপি) থাকা অবস্থায় মৃত্যু হয়। পরে ওই আসনে উপনির্বাচন করে জয়ী হন হিরণের স্ত্রী জেবুন্নেছা আফরোজ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com