মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় চুরির অপবাদ দিয়ে একটি পরিবারের সদস্যদের ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে। পরিবারটিকে পূর্ব শত্রুতার জেরে মারধর করেছে বলেও থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সংবাদ সম্মেলনে এ দাবী করে ভূক্তভোগি পরিবার।
ভূক্তভোগি পরিবারের থানায় লিখিত অভিযোগে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে চুরির অপবাদ দিয়ে গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের এমরান মাতুব্বর, জামাল বেপারীসহ ১৫ থেকে ২০ জন লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে একই গ্রামের ইমন জমাদ্দারের বাড়ীতে হামলা করে। এসময় তারা ইমন জমাদ্দার তাদের বাঁধা দিলে তাকে এলোপাথারিভাবে মারপিট করে। পরে তারা ইমনের ছোট ভাই নুর ইসলাম জমাদ্দার, বোন জামাই সুজন হাওলাদার, ভাবি মাজেদা বেগম, বড় ভাই মনির জমাদ্দারসহ ৭ জনকে মারধর করে আহত করে। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন। এসময় তারা ইমন জমাদ্দারের ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এঘটনায় দুই দিন পরে মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এব্যাপারে ভূক্তভোগি ইমন জমাদ্দার বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে আমার ভাই নুর ইসলামকে চুরির অপবাদ দিয়ে ব্যাপক মারধর করে। পরে আমরা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে নুর ইসলামকে উদ্ধার করে। কিন্তু আমাদের প্রতিপক্ষ তার নামে চুরির মামলা দিয়ে তাকে গ্রেফতার করান। কিন্তু নুর ইসলাম চুরির সাথে জড়িত না। পরে থানায় লিখিত অভিযোগ দিলে তারা আমলে নেয়নি। পরে আদালতে মামলা দায়ের করেছি। আমরা দোষীদের বিচার চাই।’
অভিযোগের বিষয় প্রতিপক্ষের কাউকে পাওয়া যায়নি। তারা বিষয়টি নিয়ে কথা বলতেও রাজি হয়নি।
এব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। যদি ভূক্তভোগি লিখিত দেয়, তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’