1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১০:২৫|

সংস্কার কার্যকর করার পক্ষে বিএনপি: তারেক রহমান

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিদিন//

নির্বাচিত সংসদেই সংস্কার কার্যকর করার পক্ষে দলীয় অবস্থানের কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলায় সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

তারেক রহমান বলেন, ‘যে সংস্কারের বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে জুলাই সনদ প্রণয়নের কথা আছে। তবে এর বাস্তবায়নের উপায় বা প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক রয়েছে। অনেক দল মনে করছে নির্বাচনের আগে আইনগত ভিত্তি দেওয়া বা প্রয়োগ করা উচিত, কিন্তু বিএনপির অবস্থান অনুযায়ী, নির্বাচিত সংসদই এই সিদ্ধান্ত নেবে। ’

তিনি আরও বলেন, ‘আমরা কোনো হাইড অ্যান্ড সিক করছি না। যদি আমাদের অসৎ উদ্দেশ্য থাকতো, আমরা ভিন্ন কিছু বলতাম। আমরা যা মনে করি, সেটাই বলছি। গুরুত্বপূর্ণ বিষয়গুলো, নির্বাচিত জনগণের প্রতিনিধি যারা আসবেন, তারা সিদ্ধান্ত নেবেন। নেপালের সাম্প্রতিক উদাহরণও এখানে প্রাসঙ্গিক; ওরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি কমিটিকে অগ্রাধিকার দিয়েছে। ’

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে আমরা মনে করি, যা কিছু আইন দিয়ে সরাসরি করা যায়, তা আগে করা হোক। যেগুলো সাংবিধানিক অনুমোদনের দাবি রাখে, সেগুলো নির্বাচিত সংসদের মাধ্যমে গ্রহণ করা উচিত। নির্বাচিত সংসদকে বাদ দিয়ে যদি আউট অব দি বক্স কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে তা ভবিষ্যতের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে যাবে। তাই আমরা এ প্রক্রিয়ার সঙ্গে একমত নই। ’

বিবিসি বাংলার প্রশ্নের উত্তরে ৩১ দফা ও জুলাই সনদের অগ্রাধিকারের বিষয়ে তিনি বলেন, ‘যেগুলোতে আমরা একমত হয়েছি, প্রথমে সেগুলোতে জোর দেওয়া হবে। ঐকমত্য কমিশনে যেগুলোতে সব দল একমত হয়েছে, সরকার গঠনের পর সেগুলো প্রথমে কার্যকর করা হবে। ৩১ দফার মধ্যে যেগুলো একমত হয়েছি, সেগুলোও বাস্তবায়ন করা হবে। বাকিরাও আমাদের রাজনৈতিক কমিটমেন্ট অনুযায়ী আমরা করবো। এটি জনগণের প্রতি আমাদের দায়িত্ব। ’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com