1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৪:৫২|

স্বস্তির খবর দিল ইন্টার মায়ামি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//
লিওনেল মেসিকে নিয়ে স্বস্ত্বির খবর দিয়েছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন তারকার ডান পায়ের পেশির চোট খুব গুরুতর নয় বলে জানিয়েছে ক্লাবটি।

তবে কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। তার ফেরার নির্দিষ্ট সময় এখনও জানাতে পারেনি ক্লাবটি।
শনিবার লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে শুরুর দিকেই চোট পান মেসি। খেলার চেষ্টা করেও শেষ পর্যন্ত একাদশ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

গত মৌসুমে একাধিক চোটের কারণে ক্লাব ও জাতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ মিস করেছিলেন ৩৮ বছর বয়সী এই তারকা। বয়সের সঙ্গে সঙ্গে শারীরিক ধকল সামলানোও তার জন্য কঠিন হয়ে পড়েছে। তাই এবারের চোটের পর উদ্বেগ আরও বেড়েছিল সমর্থকদের মধ্যে।

তবে রোববার প্রকাশিত এক বিবৃতিতে মায়ামি জানায়, মেসির চোট ‘মাইনর’। ‘পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া গেছে, তার ডান পায়ের পেশিতে সামান্য চোট আছে। তার চিকিৎসা ও পুনর্বাসনের অগ্রগতি অনুযায়ী খেলার ছাড়পত্র দেওয়া হবে। ’

লিগস কাপে মেসির ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ৩৬ ক্লাব নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় দুই ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে এখন তিনে আছে ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে ২-১ গোলে জয়ের পর নেকাক্সার বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়ে দুই পয়েন্ট সংগ্রহ করে তারা।

ক্লাবটির পরবর্তী ম্যাচ বুধবার। এরপর মেজর লিগ সকারে নিয়মিত মৌসুমের খেলা শুরু হবে রোববার থেকে।

চোটের আগে দুর্দান্ত ফর্মে ছিলেন মেসি। এমএলএসে এখন পর্যন্ত ১৮ গোল করে তিনি যৌথভাবে শীর্ষে আছেন। লিগস কাপের প্রথম ম্যাচে দলের দুটি গোলই আসে তার পাস থেকে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com