1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:৩৭|

৩৯ ‘বাংলাদেশিকে’ফেনী সীমান্তে পুশ ইন করল বিএসএফ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৩৯ ‘বাংলাদেশিকে’ পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২২ মে) ভোরে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা তাদের আটক করে বার্ডর গার্ড বাংলাদেশ (ফেনী ৪ বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পুশ ইন হওয়া সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, ছাগলনাইয়া সীমান্ত ও ফুলগাজী বিওপি ক্যাম্পের আওতাধীন এলাকা দিয়ে আটকদের বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ। এরপর তাদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়।

ফেনী ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররাফ হোসেন জানান, ভোরে বিএসএফ কর্তৃক ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৩৯ জনকে আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ভারতে বসবাসরত এসব বাংলাদেশিকে গুজরাট ও হরিয়ানা রাজ্য থেকে বিমানে আগরতলা সীমান্তে আনা হয়। পুরো দলে ছিলেন মোট ১৪০ জন। এর মধ্যে ৩৯ জনকে ফেনীর দুটি সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ২৪ জন ফেনী ৪ বিজিবির আওতায় এবং ১৫ জন ১০ বিজিবির (কুমিল্লা) আওতাধীন ফেনী সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢোকে।

আটকদের মধ্যে ১০ জন মুসলমান এবং বাকিরা হিন্দু। তারা সবাই ১৫ বছরেরও বেশি সময় ধরে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটকরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com