1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:২৭|

কলাপাড়ায় হত্যার আলামত সাজিয়ে এক গৃহবধূ প্রেমিকের সাথে উধাও।।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি     

পটুয়াখালীর কলাপাড়ায় আখি আক্তার (২৫) নামে এক গৃহবধূ হত্যার আলামত সাজিয়ে প্রেমিক হাসান মাহমুদের (২৮) সাথে সটকে পড়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছে।মঙ্গলবার (১ এপ্রিল) এ ঘটনা ঘটার চারদিন পর শনিবার ( ৫ এপ্রিল) রাতে প্রেমিক- প্রেমিকাকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার প্রাদেশিবপুর প্রেমিকের বাড়ী থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় গত ২ এপ্রিল আখি আক্তারের বাবা মো.আলমগীর হাওলাদার বাদী হয়ে জামাতা আলমগীর হোসেন সহ নিকটাত্মীয় ৯ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি অপহরন মামলা দায়ের করেছেন।পুলিশ  সাতজন আসামীকে আটক করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আখি আক্তারের ছোট বোনের সাথে হাসান মাহমুদের বিবাহের প্রস্তাব ছিল,কিন্তু বিয়ে হয়নি। এ ঘটনার সূত্র ধরে আখি আক্তারের সাথে হাসান মাহমুদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।প্রেমিক-প্রেমিকার দীর্ঘদিনের প্রেমের এ পরিনতি হিসেবে তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এতে আখি আক্তার এক ব্যাগ রক্ত সংগ্রহ করে গভীর রাতে ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে। পরের দিন সকালে আখি আক্তারকে না পেয়ে বাড়ীর সকলে নিখোঁজ এ ঘটনাকে কোন হত্যাকান্ড বলে সন্দেহ করে। ঘটনা ঘটার পর থেকে পুলিশ ঘটনা তদন্তে চেষ্টা অব্যাহত রাখে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো.জাহিদুল ইসলাম জানান, এটি একটি রহস্যজনক ঘটনা ছিল। মূলতঃ একটি হত্যার নাটক সাজিয়ে তারা তাদের উদ্দেশ্য সফলের চেষ্টা করেছে বলে তিনি মনে করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com