1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| দুপুর ২:৪৭|

ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল বরিশাল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

বরিশালের শের-ই-বাংলা মেডিক্যালসহ সারাদেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে আজ রোববার বরিশাল ও কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

এর ফলে, বরিশাল থেকে দক্ষিণাঞ্চলের অন্য কোনো স্থানে যাওয়া যাচ্ছে না। যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। দুই সপ্তাহ ধরে ছাত্র-জনতার ব্যানারে এ আন্দোলন পালন করছেন তারা। স্থানীয়রা জানান, এ কর্মসূচির ফলে ঢাকা থেকে সহজে বরিশাল পর্যন্ত গেলেও সেখান থেকে দক্ষিণাঞ্চলের অন্য স্থানে যাওয়া যাচ্ছে না।

তাৎক্ষণিক সমাবেশে আন্দোলনকারীরা জানান, প্রতিটি হাসপাতালে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। চিকিৎসকরা চিকিৎসার নামে রাজনীতি করছেন। পুরো স্বাস্থ্যখাতের সংস্কারের দাবি জানান তারা। অবকাঠামো সঙ্কট, সরকারি হাসপাতালে চিকিৎসক সঙ্কট, ওষুধের সঙ্কট, চিকিৎসা কেন্দ্রে জনবল সঙ্কটের দ্রুত সমাধান করার দাবি জানান আন্দোলনকারীরা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com