1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৯:৫৮|

বরিশালের ক্রিকেটের প্রতি অবিচার হয়েছে: বিসিবি সভাপতি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

দেশের অন্যতম বৃহৎ স্টেডিয়াম বরিশালে গত এক দশক খেলাধুলা বন্ধ। এ নিয়ে হতাশা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, এ বছরই বরিশাল স্টেডিয়ামে ক্রিকেট আয়োজনে বিসিবি কাজ করবে। বরিশালের ক্রিকেটের প্রতি অবিচার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার বরিশাল স্টেডিয়ামে বাংলাদেশের টেস্ট মর্যাদা লাভের ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে এসব কথা বলেন বিসিসির নতুন সভাপতি বুলবুল।

তিনি বলেন, স্থানীয় লিগ আয়োজন না করে বরিশালের ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়েছে। ১০ বছরে বরিশালে এক-দেড় হাজার ক্রিকেটার তৈরি হতে পারতো। অন্তত ১০০জন জাতীয় পর্যায়ে খেলতে পারতেন।

বিপিএলে দু’বার চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। বরিশাল স্টেডিয়ামে বিপিএল আয়োজন সম্ভব কিনা এমন প্রশ্নে বুলবুল জানান, সেপ্টেম্বরের মধ্যে বরিশাল স্টেডিয়ামের উন্নয়ন কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। কাজ শেষ হলে পরিকল্পনা নেওয়া হবে।

বিসিবি সভাপতি আরও জানান, দেশের ক্রিকেট উন্নয়নে প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেটার তুলে আনার কাজ হাতে নিয়েছে বিসিবি। প্রতি উপজেলা-জেলা পর্যায়ে ক্রিকেটাদের ডাটাবেজ করা হবে।

এ সময় বরিশাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ কিশোর ও কিশোরী ক্রিকেটারদের পৃথক দুটি ‘সিক্স এ সাইড’ টুনার্মেন্ট এবং পেস বোলিং হান্ট ক্যাম্প উদ্বোধন করেন বিসিবি সভাপতি। বিভাগীয় কমিশনার আবু রায়হান, জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি, শাহরিয়ার নাফিস, ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমানসহ ক্রীড়াপ্রেমিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com