1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৪২|

‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ দীপিকা!

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং দক্ষিণী তারকা প্রভাসকে একসঙ্গে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় দেখা গেছে। শোনা যাচ্ছিল, এই দুজনে ‘অ্যানিমাল’ সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন সিনেমা ‘স্পিরিট’-এও একসঙ্গে কাজ করবেন তারা।

কিন্তু এখন নতুন খবর, দীপিকা আর সিনেমাটির অংশ নন। সন্দীপ নিজেই নাকি দীপিকাকে বাদ দিয়েছেন।

একাধিক তেলুগু ওয়েবসাইটের দাবি, দীপিকার ‘অত্যাধিক’ দাবির কারণেই নাকি সন্দীপ এমনটা করেছেন। রিপোর্ট অনুযায়ী দীপিকার দাবি ছিল যে তিনি মাত্র ৮ ঘণ্টা কাজ করবেন। একটু বেশিই জটিল হয়ে ওঠে, যখন অভিনেত্রী সিনেমার লাভের একটা বড় অংশ চেয়ে বসেন। এবং কী দীপিকা তেলুগুতে ডায়ালগ বলতেও নাকি অস্বীকার করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দীপিকা এই সিনেমার জন্য এখন পর্যন্ত সবচেয়ে বেশি পারিশ্রমিক পেতে চলেছিলেন, যা প্রায় ২০ কোটি টাকা বলে জানা গেছে। আর এরকম সব দাবির কারণেই নাকি সন্দীপ বিরক্ত হয়ে পড়েন এবং দীপিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছিল- দীপিকা গর্ভবতী হওয়ার কারণে সিনেমার শুটিংয়ে দেরি হচ্ছে। শুটিং নাকি ২০২৪ সালের শেষের দিকেই শুরু হওয়ার কথা ছিল। শুটিংয়ের তারিখ নিয়ে নেওয়ার পরেও, দীপিকা সিনেমাটিতে সাইন করতে অস্বীকার করেছিলেন, কিন্তু খবর অনুযায়ী সন্দীপ আবার নতুন সময়সূচী তৈরি করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com